মাদ্রাসার পরিচিতি ও ইতিহাস

শুকপাটুলী দাখিল মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠা লাভ করে গৌরবের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করতেছে।  ১ টি তিন তলা পাকা ইমারত ও ৩ টি অর্ধপাকা ঘরে ২১টি কক্ষ আছে। ১১টি শ্রেনীকক্ষ, ১ টি অফিস কক্ষ, ১ গ্রন্থাগার, ১টি বিজ্ঞানাগার, ১ টি নামাজ কক্ষ আছে। ১টি খেলার মাঠ, ২টি নলকূপ ও ১০ টি ল্যাট্রিন রয়েছে, মাদ্রাসার সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে।প্রতিদিন বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার খেলাধুলা খেলে থাকে। অত্র এলাকায় যখন জনসাধারনের শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল সে মুহুর্তে জ্ঞানের আলো জনসাধারনের মাঝে বিস্তরনের জন্য এলাকার কতিপয় শিক্ষানুরাগী এবং অত্র এলাকার জনগনের শতস্ফুর্ত সহযোগীতার মাধ্যমে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রচেষ্টায় মাদ্রাসাটি  প্রথমে ফুরকানিয়া মাদ্রাসা তারপর ইবতেদায়ী এবং ১৯৮৪ সনে দাখিল মাদ্রাসায় উন্নীত হয়। বর্তমানে মাদ্রাসাটি বহুমুখী শিক্ষা দেওয়ার সু-ব্যবস্থা রয়েছে। দাখিল নবম/দশম শ্রেনতে বিজ্ঞান ও মানবিক শাখা রয়েছে। বর্তমানে মাদ্রাসাটিতে Computer Lab আছে। ICT Computer শিক্ষা ছাত্র/ছাত্রীদের মধ্যে প্রশিক্ষন দেওয়া হয়। প্রতি বছর জেডিসি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীরা ভাল ফলাফল লাভ করে বৃত্তি পাইয়া থাকে।বর্তমান সুপার সাহেবের সুযোগ্য নেতৃত্বে মাদ্রাসাটি শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাবলিক পরীক্ষাগুলোতে আশানুরূপ ফলাফল করে আসছে।বর্তমানে মাদ্রাসাটি মুক্তাগাছা উপজেলার মধ্যে একটি আদর্শ মাদ্রাসা হিসাবে পরিচিত। সকলের নিকট মাদ্রাসার আরও সমৃদ্ধি কামনা করছি।