সভাপতির বাণী

জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রথম সোপান হল শিক্ষা। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।

শুকপাটুলী দাখিল মাদ্রাসাকে একটি আধুনিক মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যকে সামনে রেখে এখানে চালু করা হয়েছে  ডিজিটাল শিক্ষা পদ্ধতি। শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহণ পদ্ধতি। নিয়মিত বিভিন্ন ধরণের পাঠদানের আধুনিক পদ্ধতি। শিক্ষক, পরিচালনা পরিষদ ও অভিভাবকদের সবাই একযোগে কাজ করে শুকপাটুলী দাখিল মাদ্রাসাটিকে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি গভীরভাবে আশাবাদী।

 

আতিকুল ইসলাম

সভাপতি

শুকপাটুলী দাখিল মাদ্রাসা

মুক্তাগাছা, ময়মনসিংহ।